দেবিদ্বারে সাপের কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু

 

নিজস্ব প্রতিবেদকঃ—
দেবিদ্বার উপজেলার মোহনপুর পাবলিক কলেজের দ্বাদশ শ্রেনীর বিজ্ঞান বিভাগের মোঃ আবুল কালাম (১৭) নামের এক ছাত্রের আজ শুক্রবার সকালে সাপের কামড়ে মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মোহনপুর পাবলিক কলেজের দ্বাদশ শ্রেনীর বিজ্ঞান বিভাগের ছাত্র ও একই এলাকার মোঃ মনির মিয়ার ছেলে মোঃ আবুল কালাম বাড়ির পাশে বেলের মধ্যে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে গেলে রাতে এলাকার ওঝা কবিরাজে মাধ্যমে ঝাঁড় ফু করা হয়। শুক্রবার ভোর রাতে তার শরীরে বিষক্রিয়া শুরু হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় সে মারা যায়। ওই কলেজ ছাত্রের মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...