ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :–
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রেনে কাটা পড়ে আলেকাচাঁন (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে বিজয়নগর উপজেলার হরষপুর ও মুকুন্দপুর এলাকার মাঝামাঝি স্থান থেকে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত আলেকাচাঁন উপজেলার হরষপুর ইউনিয়নের নিদারাবাদ গ্রামের নাদির হোসেনের মেয়ে।
আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছাত্তার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে কোনো একটি ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়। পরে স্থানীয়রা রেললাইনের পাশে নিহতের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিয়ে। পরে রাত ৮টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ওসি আরো জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।