চট্টগ্রাম :–
ঘুর্ণিঝড় কোমেন এর ফলে সেন্টমাটিন্সে ক্ষতিগ্রস্থ ৫৫০টি দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনী জাহাজ ধলেশ¡রীর তত্ত্বাবধানে গত বুধবার সেন্টমার্টিন্সে অবস্থিত বিএন ইসলামিক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে উক্ত পরিবারসমূহের মাঝে নৌ সদস্যদের প্রাপ্য রসদ হতে আড়াই মেট্রিক টন চাল, এক টন আলু, ডাল এবং চিনি বিতরণ করা হয়। এছাড়া চিকিৎসা সহায়তার অংশ হিসেবে উক্ত এলাকায় দূর্যোগ পরবর্তী রোগাক্রান্ত ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ, খাবার স্যালাইন ও বিস্কুট প্রদান করা হয়। উল্লেখ্য, ঘুর্ণিঝড় পরবর্তী দূর্যোগ মোকাবেলায় নৌবাহিনী ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে।