লাকসামে প্রবাসী আল-আমিনের অর্থায়নে গরীব দুস্থ্য ও বনার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :—
বৃহস্পতিবার লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ইছাপুরা গ্রামের বিশিষ্ট সমাজসেবক মালয়েশিয়া প্রবাসী মোঃ আল-আমিনের নিজস্ব অর্থায়নে ইছাপুরা তার নিজ বাড়ীতে গোবিন্দ ইউনিয়নের (উঃ) বিভিন্ন গ্রামের গরীব দুস্থ্য ও বন্যায় ক্ষতিগ্রস্ত ৩’শ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়। প্রতিজনকে ১০ কেজি করে চাউল ও ১ কেজি মুসুরী ডাল দেয়া হয়।
ত্রানসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- গোবিন্দপুর (উঃ) আওয়ামীলীগের সভাপতি মোঃ খোরশেদ আলম তোতা, প্রবাসী আল-আমিনের পক্ষে তার বড় ভাই ও গোবিন্দপুর (উঃ) আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ নুরুল ইসলাম নুরু, প্রবাসী আল-আমিনের ছেলে আল মাসুদ, মোঃ শরীফুল ইসলাম, বিল্লাল হোসেন, ইকবাল হোসেন সেলিম, আবুল হাসেম মেম্বারসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। তার মহতী উদ্দ্যেগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...