মতলব দক্ষিণে কাবিখা প্রকল্পের কাজে অনিয়ম

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি:—
মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জামান মাষ্টারের বাড়ি থেকে সামাদ ফরাজী বাড়ি পর্যন্ত মাটির রাস্তা পুন:নির্মাণ প্রকল্প দেখিয়ে নামকা ওয়াস্তে কাজ করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে এলাকার জন সাধারণের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
জানা যায়, ওই প্রকল্পের জন্য গত অর্থ বছরে ২৫টন গম বরাদ্দ করা হয়েছিলো। যা প্রকল্প কমিটির চেয়ারম্যান কাজ সম্পূর্ণ না করে উত্তোলন করেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রকল্পের শুরু অর্থাৎ জামান মাষ্টারের বাড়ির সামনে সামান্য কিছু ও শেষ অংশে মাটি ফেলেও মাঝের অংশে কোন মাটি ফেলা হয়নি। এতে ওই রাস্তা দিয়ে চলাচলকারী জনসাধারণের মনে চরম ক্ষোভ বিরাজ করছে। এই রাস্তা দিয়ে চলাচলকারী খাদেরগাঁও ও নাগদা গ্রামের বেপারী বাড়ি, মোল্লা বাড়ি, কোরবান আলী প্রধানিয় বাড়ির লোকজন ক্ষোভ নিয়ে বলেন আমাদের বাড়ির সামনে কোন মাটি ফেলা হয়নি।
’এ ব্যাপরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ূন কবির বলেন, এই প্রকল্পের কিছূ অংশে মাটি ফেলার কাজ বাকি রয়েছে। যা প্রকল্প চেয়ারম্যানকে মাটি ফেলার জন্য বলেছি। বরাদ্দকৃত ২৫টন গম উত্তোলন করে নিয়ে গেছে।

Check Also

যে কোনো আন্দোলন-সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে : বিএনপি

চাঁদপুর প্রতিনিধি :– চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাধারণ সভায় বক্তারা বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম ...