মনোহরগঞ্জের বিভিন্ন ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

আকবর হোসেন, মনোহরগঞ্জ প্রতিনিধি:–
বুধবার ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত এবং বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ তাজুল ইসলাম এমপির পক্ষ থেকে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে এবং দুস্থ ও অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রী বিতরণকালে ইউনিয়নগুলো পরিদর্শন করেছেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান পান্না। এসময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল হোসেন ভুলু, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম। উপজেলা নির্বাহী অফিসার অন্যান্য ইউনিয়নের মত ত্রাণ বিতরণকালে পরিদর্শন করেছেন হাসনাবাদ ইউনিয়ন পরিষদ। হাসনাবাদ ইউনিয়নে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ভূঁইয়া, হাসনাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ আবদুল মুনাফ, হাসনাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক আলহাজ্ব হাজী মোঃ নূরুল ইসলাম (অবঃ পুলিশ পরিদর্শক), হাসনাবাদ ইউপি সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাষ্টার শাহজাহান, হাসনাবাদ ইউপি সদস্য কবির হোসেন, শাহ আলম, আবদুস সোবহান, রিপন বেগম, ইউনুছ বেপারী, হাসনাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ কামাল হোসেন, ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন অপুসহ আরো অনেকে। উল্লেখ্য, বিভিন্ন ইউনিয়নে প্রতিজনকে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়। জানা যায়, এমপি তাজুল ইসলামের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে আরো ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...