মুরাদনগরে বাবুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

মো. হাবিবুর রহমান, মুরাদনগর :–
কুমিল্লার মুরাদনগর উপজেলার সাহেবনগর গ্রামের নিরীহ চা-দোকানদার বাবুল মিয়া হত্যাকারীদের গ্রেফতারপূর্বক ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে দলমত নির্বিশেষে এলাকার সকল শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন। বুধবার সকালে জায়েদ আলী মার্কেটে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আবুবকর, মোসলেহ উদ্দিন মাস্টার, আব্দুর রাজ্জাক ব্যাপারী, হুমায়ুন কবীর, শামসুল হক, মোবারক হোসেন ও জাহাঙ্গীর আলম প্রমুখ। বক্তারা ১০ দিন অতিবাহিত হলেও বাবুল মিয়া হত্যাকারীদের গ্রেফতার করতে না পারায় পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে বাবুল মিয়া হত্যাকারীদের গ্রেফতারপূর্বক ফাঁসি দেয়ার জন্য সরকারের নিকট জোর দাবি জানিয়েছেন। উল্লেখ্য, গত ২৭ জুলাই বিকেলে স্ত্রীর ভাড়া করা সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে বাবুল মিয়াকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই আবুল মিয়া বাদী হয়ে বাবুল মিয়ার স্ত্রী নাজমা খাতুনসহ ১১ জন নামধারী ও অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে মামলা করলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ঘটনার পর থেকেই আসামীরা পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...