বুড়িচং প্রতিনিধি :-–
বুধবার বুড়িচং থানা কমিউনিটি পুলিশের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার বিভিন্ন ব্যাংক কর্মকর্তাদের সাথে আইন শৃংখলার বিষয় এক আলোচনা সভা ও ওপেন হাউজডে থানা গোল চত্ত্বরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিন) আবদুল্লাহ আল মামুন। এতে সভাপতিত্ব করেন, বুড়িচং থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার বড়–য়া। বক্তব্য রাখেন মোঃ সাইদুল ইসলাম, ম্যানেজার সোনালী ব্যাংক ভরাসার শাখা, মোঃ ইকবাল হোসেন ফারুক, আরবিএল, ময়নামতি শাখা, মোঃ নজরুল ইসলাম, জনতা ব্যাংক ভরাসার শাখা, জনাব মোঃ নাজমুল হক, অগ্রণী ব্যাংক নিমসার শাখা, মিয়া মোঃ শামীম অগ্রণী ব্যাংক, বুড়িচং শাখা, মোঃ আশিকুল হক, অগ্রণী ব্যাংক, শংকুচাইল শাখা, আবদুল মোমেন, ম্যানেজার কৃষি ব্যাংক, বুড়িচং শাখা, মোঃ ইউসুফ, ম্যানেজার বিবিএল, বুড়িচং শাখা, মোঃ নুরুল হোসেন, জনতা ব্যাংক ফকির বাজার শাখাসহ আরো গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিন), কুমিল্লা মহোদয় দেশের বর্তমান প্রেক্ষাপটসহ সামনে ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ব্যাংকের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলার বিষয়ে মত বিনিময় করেন। তিনি ব্যাংকে চুরি, ডাকাতি প্রতিরোধ কল্পে বুড়িচং থানা পুলিশকে সহযোগীতার কামনা করেন।
