কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের আন্দোলন : ছাত্রীদের উপর ডাক্তারদের হামল

মো.জাকির হোসেন :–
কুমিল্লা সদর দক্ষিণের মোস্তফাপুরে অবস্থিত সেন্ট্রাল মেডিকেল কলেজে সোমবার অতিরিক্ত হোস্টেল চার্জ প্রত্যাহারসহ বিভিন্ন দাবীতে শিক্ষার্থীরা মানববন্ধনসহ আন্দোলনে নামে। আন্দোলন চলাকালে কলেজ কতৃপক্ষ শিক্ষার্থীদেও উপর হামলা চালায়। এঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীরা কলেজ সেক্রেটারী মিয়া মো: তৌফিকের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে আজও আন্দোলনের হুমকি দিয়েছেন। সকাল ৮টায় শুরু হয়ে এ আন্দোলন দুপুর ১২টায় শেষ হয়
শিক্ষার্থীরা জানায়, প্রতিষ্ঠার ১১ বছওে পা রাখলেও কলেজটি চূড়ান্ত মানে এখনো পৌছতে পারেনি। প্রতিষ্ঠান কতৃপক্ষেও কিছু দূরদর্শিতা, অব্যাবস্থাপনা ও উদাসীনতার কারনে শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে, যা একাডেমিক কার্যক্রমকে ব্যাহত করছে। কলেজ ভবনটিতে একদিকে শ্রেণি কক্ষ, অন্য দিকে ছাত্রাবাস, গুদামঘর, আবাসিক নার্সিং ইনস্টিটিউট, ব্যাচেলর বাসা, ফ্যামিলি বাসা রয়েছে। নামাজের স্থায়ী ব্যবস্থা না থাকায় জুম্মার নামাজ পড়তে যেতে হয় অন্য এলাকার মসজিদে। ছাত্রীদেও হোস্টেলে ডাইনিং নেই। ইন্টার্ণি ডাক্তারদেও জন্য নিজস্ব হোস্টেল নেই। সমস্যাগুলো বিাভিন্ন সময়ে কলেজ কতৃপক্ষকে জানালেও কতৃপক্ষ কোন ব্যাবস্থা নেয়নি। গত ২০ মে কতৃপক্ষ আশ্বাস দেয় যে, ক্যাম্পানের বাইওে নেয়া নতুন হোস্টেলের চার্জ বৃদ্ধি করা হবে না। কিন্তু কর্তৃপক্ষ আশ্বাসের কথা ভুলে হোস্টেল চার্জ বাড়ায়। এঘটনায় সোমবার শিক্ষার্থীরা ক্যাম্পাসের মেইন গেটে তালা ঝুলিয়ে দেয় এবং মুখে কাল কাপড় দিয়ে আন্দোলনে নামে। এসময় কলেজ কতৃপক্ষ শিক্ষার্থীদেও উপর হামলা চালায়। কলেজের শিক্ষক ডা: মুনিরা জহিরের নেতৃত্বে হামলার অভিযোগ তুলে আন্দোলনরত ছাত্রীরা। হামলার সময় তিনি শিক্ষার্থীদেও হুমকি দিয়ে বলেন, পরীক্ষায় ফলাফল ভাল করতে হলে আমাদেও কথামত চলতে হবে। না হয় পরীক্ষায় মার্ক পাবে না। এছাড়া কলেজ সেক্রেটারী মিয়া মো: তৌফিক এর নেতৃত্বে ছাত্রদেও উপর হামলা করা হয়। এর প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে ফের আন্দোলনে নামবে শিক্ষার্থীরা। হোস্টেল সুপার রাশেদ হাসানের পক্ষে একজন যুবক আন্দোলন থামাতে ক্যাম্পাসে পে্েট্রাল দিয়ে আগুন ধরানোর চেষ্টাকালে আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে উত্তম মধ্যম দেয়।
এবিষয়ে ভারপ্রাপ্ত কলেজ অধ্যক্ষ সফিকুর রহমান পাটোয়ারী বলেন, শিক্ষার্থীদেও আন্দোলনের দাবী নিয়ে আমরা আলোচনা করছি। শীঘ্রই একটি সমাধান করা হবে।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...