মো. আলী আশরাফ খান :–
সোমবার সকালে কুমিল্লার দাউদকান্দির পেন্নাই-মতলব সড়ক অবরোধ করে স্থানীয় অটোরিক্সা মালিক ও চালকরা। তারা সকাল ছয়টা হতে দুপুর পর্যন্ত দাউদকান্দির পেন্নাই গ্রামের কাছে সড়ক অবরোধ করে রাখে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অটোরিক্সা চালক বলেন, ‘মহাসড়ক ছাড়া দাউদকান্দির কোথাও সিএনজি গ্যাস নেওয়ার ব্যবস্থা নেই। সিএনজি গ্যাসের জন্য মহাসড়কে ওঠলেই পুলিশ অটোরিক্সা আটক করে ১শ’ থেকে ২শ’ টাকা আদায় করছেন। টাকা না দিলে আমাদের মারধরও করেন তারা। এতে আমরা আর্থিকভাবে ক্ষতির শিকারের পাশাপাশি শারীরিকভাবেও হেনস্থা হচ্ছি।’
এব্যাপারে কচুয়ার সাচার গ্রামের অটোরিক্সা চালক মোঃ রমজান হোসেন বলেন, ‘পুলিশ রাত আটটা থেকে সকাল ছয়টা পর্যন্ত সিএনজি গ্যাস নেওয়ার জন্য সুযোগ দেয়। এছাড়া রাতে সিএনজি গ্যাস নিতে এলে অটোরিক্সা ছিনতাইয়ের পাশাপাশি প্রাণহানীর মতো ঘটনা ঘটার আশংকা করছি আমরা’।
তারা এব্যাপারে উর্ধ্বতন কর্মকর্তাদের সু-দৃষ্টি কামনা করছেন।
