মাে: বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:–
রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিবের শারিরীক সুস্থতা কামনায় ফেলনা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে রবিবার বাদ আছর ফেলনা কেন্দ্রিয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সিরহাট ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজ আলম । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মুন্সিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম ড্রাইভার। ফেলনা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলেক হোসেন মোল্লার সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানের পরিচালনায় আয়োজিত উক্ত দোয়া ও মিলাদ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউসুফ মজুমদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, ফেলনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওহিদুর রহমান মানিক, ফেলনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহাদাত হোসেন, মাষ্টার শাহজাহান, লোকমান হোসেন, ফেলনা প্রাইমারি স্কুলের শিক্ষর জহিরুল ইসলাম, কবির হোসেন, যুবলীগ নেতা ইমাম হোসেন প্রমুখ। দোয়া অনুষ্ঠানে বক্তারা রেলমন্ত্রী বর্তমানে শারীরিকভাবে সুস্থ হওয়ায় আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং তিনি যাতে ভালোভাবে দেশে ফিরে আসতে পারেন সেই কামনা করেন।
অপরদিকে রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিবের শারিরীক সুস্থতা কামনায় চৌদ্দগ্রাম ফয়জুন্নেসা মহিলা মাদ্রাসার উদ্যোগে রবিবার বাদ মাদ্রাসা হলরুমে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা জি.এম মীর হোসেন মীরুর সভাপতিত্বে আয়োজিত উক্ত দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক আক্তার হোসেন পাটোয়ারী, আওয়ামী লীগ নেতা মমিনুর রহমান ফটিক। মুনাজাত পরিচালনা করেন চৌদ্দগ্রাম কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মুফতি মনিরুল ইসলাম। চৌদ্দগ্রাম ফয়জুন্নেসা মহিলা মাদ্রাসার হিসাবরক্ষক জামাল উদ্দিনের পরিচালনায় আয়োজিত আয়োজিত উক্ত দোয়া ও মিলাদ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম নজুমিয়া মাদ্রাসার অধ্যক্ষ একেএম শামছুদ্দিন, অত্র মাদ্রাসার সুপারনটেন্ট মাওলানা আহসান উল্লাহ, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান মোল্লা বাবলু, নুরে আলম জিকু, পৌরসভার কমিশনার আব্দুল মতিন, পৌর আওয়ামী লীগ নেতা বদিউল আলম পাটোয়ারী, ইদ্রিস মিয়াজী, যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন মাসুদ, মিজানুর রহমান মিজান, আবুল হাশেম, শফিক মেম্বার, ডা: আব্দুল জলিল প্রমুখ। দোয়া অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ ও অত্র মাদ্রাসার সকল ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা রেলমন্ত্রী বর্তমানে শারীরিকভাবে সুস্থ হওয়ায় আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং তিনি যাতে ভালোভাবে দেশে ফিরে আসতে পারেন সেই কামনা করেন।