মনোহরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান’র দানবীর হাজী মুহম্মদ মহসীন স্বর্ণপদক লাভ

আকবর হোসেন, মনোহরগঞ্জ প্রতিনিধি:–
মনোহরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল হোসেন ভুলু সমাজসেবায় বিশেষ অবদান রাখার জন্য দানবীর হাজী মুহম্মদ মহসীন স্বর্ণপদক-২০১৫ ও সনদপত্র গ্রহণ করেছেন। জানা যায়, গত ৩১ জুলাই ডেভেলপমেন্ট রিসার্চ ফাউন্ডেশন (ডিআরএফ) এর উদ্যোগে ঢাকা জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে মাননীয় বিচারপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব, যুগ্ম-সচিব, ভাষা সৈনিক, সিনিয়র সাংবাদিক, চলচ্চিত্র অভিনেতা-অভিনেত্রীসহ অন্যান্য গুণী ব্যক্তিবর্গের হাত থেকে এ স্বর্ণপদক গ্রহণ করেন মনোহরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল হোসেন ভুলু। উল্লেখ্য, কামাল হোসেন ভুলু ১৯৫৮ সালের ২৭শে ফেব্রুয়ারি মনোহরগঞ্জ উপজেলার ঝলম গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত. মাষ্টার সুলতান আহমেদ, মাতা মৃত. সায়েরা খাতুন। সাত ভাই পাঁচ বোনের মধ্যে তিনি চতুর্থ। তিনি গত ২২ জানুয়ারি ২০০৯ইং সালের উপজেলা নির্বাচনে প্রথমবার মনোহরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। আবার তিনি দ্বিতীয়বার গত ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ইং নির্বাচনে মনোহরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তাকে এ স্বর্ণপদক প্রদান করার জন্য তিনি (ডিআরএফ) এর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জনক।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...