নাঙ্গলকোটে সরকারি রাস্তার গাছ কর্তনের অভিযোগ

 

মো. আলাউদ্দিন, নাঙ্গলকোট:–
কুমিল্লার নাঙ্গলকোটে সরকারি রাস্তার গাছ কর্তনের অভিযোগ উঠেছে। উপজেলার আজিয়াপাড়া গ্রামের মৃত আবদুল করিমের ছেলে ইব্রাহিম খলিল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, ইব্রাহিম খলিল ২০০১ সালে আজিয়াপাড়া দিঘীর পশ্চিমপাড় হইতে পন্ডিত বাড়ির উত্তর মাথা পর্যন্ত রাস্তায় নিজ অর্থায়নে গাছ রোপণ করেন। কিন্তু গাছগুলো বড় হতে শুরু করলে হিংসার বশবর্তী হয়ে ইব্রাহিম খলিলের আপন বড় ভাই আবদুল জলিল ২০১১ সালে ৫টি গাছ কর্তন করে নিয়ে যায়। এ বিষয়ে ইব্রাহিম খলিল ২০১১ সালের ৯ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করলে নির্বাহী কর্মকর্তা বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য তৎকালীন উপজেলা কানুনগো রুই প্রু চাই মারমাকে নির্দেশ দেন। কিন্তু তদন্তকারী কর্মকর্তা বিবাদীর কাছ থেকে মোটা অংকের উৎকোচ গ্রহণ করে বিষয়টি ধামাচাপা দেয়। এদিকে ১ আগস্ট ইব্রাহিম খলিলের বড় ভাই আবদুল জলিল পুনরায় ৮ হাজার টাকা মূল্যের ১টি গাছ কর্তন করে নিয়ে যায়। এ ব্যাপারে অভিযোগকারী ইব্রাহিম খলিল জানান, আমি আগেও একবার উপজেলা নির্বাহী স্যারের কাছে অভিযোগ করেছি। কিন্তু কোন বিচার পাইনি। তাই এবার আমি জেলা প্রশাসক বরাবর এ বিষয়ে অভিযোগ দায়ের করব। এ ব্যাপারে সোমবার নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আরীফ জানান- অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...