মো. আলাউদ্দিন, নাঙ্গলকোট:–
“সাগর নদী সকল জলে, মাছ চাষে সোনা ফলে” এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লার নাঙ্গলকোটে আজ সোমবার উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৫ উপলক্ষ্যে উপজেলা হলরুমে আলোচনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারি শিক্ষা অফিসার আফজালুর রহমানের উপস্থাপনায় এবং নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অধ্যক্ষ ছাদেক হোসেন ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান কুলছুম বেগম, উপজেলা আ’লীগের সহসভাপতি ভিপি হুমায়ন কবির, যুবলীগ আহ্বায়ক আবদুল মালেক, ছাত্রলীগ আহ্বায়ক শাহ মোঃ খোরশেদ আলম, সাবেক পেড়িয়া ইউপি চেয়ারম্যান এমএ হামিদ প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার মো. গোলাম মোস্তফা। আলোচনা সভা শেষে উপজেলা পর্যায়ে ৪জন সফল মৎস্য চাষীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। তারা হলেন- অধ্যক্ষ ছাদেক হোসেন ভূঁইয়া, জীবন কৃষ্ণ গোস্বামী, এমএ হামিদ ও আশিকুর রহমান দৌলন খাঁন।