ফজলে রাব্বী ইয়ামিন, মতলব দক্ষিণ (চাঁদপুর):—
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী পালন কল্পে মতলব দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের এক যৌথ সভা সোমবার বিকাল ৩টায় দলীয় কার্যলয়ে অনুষ্ঠিত হয় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম গিয়াস উদ্দিন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিএইচ কবির আহমেদেও পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা কৃষক রীগের সভাপতি জয়নাল আবেদিন প্রধান, মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নূরু, সহসভাপতি হুমায়ুন কবির,রেজাউল দেওয়ান, লিয়াকত হোসেন, আনিছুজ্জমান চৌধুরী, কাজল ভট্রার্চায, যুগ্ম সম্পাদক ফারুক-বিন-জামান,এমএ আজিজ বাবুল সাংগঠনিক সম্পাদক বজলু দেওয়ান, উপজেলা যুবলীগের আহ্বায়ক জহির সরকার, পৌর আওয়ামীলীগের সহ সভাপতি সুকুমার ঘোষ, শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর সরকার, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক রোকনুজ্জামান রোকন, পৌর সেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল কালাম ফরাজী, উপজেলা ছাত্র লীগের আহবায়ক আল আমিন ফরাজী, কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কামাল ফরাজীসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহন করা হয়। এবং প্রতিটি ইউনিয়নেও পালনের সিদ্ধান্ত নেয়া হয়।
