আকবর হোসেন, মনোহরগঞ্জ প্রতিনিধি:–
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা উম্মূল ফারা বেগম তাজকিরা মনোহরগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষীদের পুকুর পরিদর্শন ও তাদের সাথে আলোচনা সভা করেছেন । এসময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষীদেরকে বিভিন্ন প্রকার পরামর্শ প্রদান করেন। এসময় মৎস্য চাষী মাস্টার শহীদ উল্যাহ্ জানান তার প্রায় আট লক্ষ টাকার মাছ বন্যায় প্লাবিত হয়ে গেছে, মৎস্য চাষী রবিউল হোসেনের প্রায় পাঁচ লক্ষ, সিরাজ আমিনের প্রায় দুই লক্ষ, মিজানুর রহমানের প্রায় পঞ্চাশ হাজার, আবদুল মন্নানের প্রায় এক লক্ষ, জসিম উদ্দিনের প্রায় পঞ্চাশ হাজার, রবিউল হোসেনের প্রায় বিশ হাজার, কমান্ডার মিজানুর রহমানের প্রায় বিশ হাজার টাকার মাছ বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে। বর্তমানে তারা সকলেই চিন্তিত কারণ অনেকেই ঋণ নিয়ে মাছ চাষ করেছেন। কিন্তু তাদের পুকুরের মাছগুলো চলে যাওয়াতে তারা সকলে উদ্বিগ্ন। পরে মৎস্য কর্মকর্তা তাদের সকলের ক্ষতিগ্রস্থ পুকুর গুলো সরেজমিনে গিয়ে পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম। ক্ষতিগ্রস্থ মৎস্য চাষীরা যাতে সরকারী সুযোগ সুবিধা পাওয়ার জন্য সরকারের নিকট জোরালো দাবী জানিয়েছে।
