শাহ মো. নুরুল আলম :–
দক্ষিণ কুমিল্লার বুজ্বর্গ দ্বীনে আলেম মরহুম পীর মোল্লা কাজীম উদ্দিন (রঃ) পুত্র লাকসাম উপজেলার কালিয়াপুরের গদিনশীল পীর, পীরজাদা মোঃ শহিদ উল্যাহ আজ শনিবার বিকাল ৫টা ৪৫ মিনিটে লাকসাম পৌর শহরের পশ্চিমগাঁও মিয়াপাড়া নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না—-রাজেউন) ।
পারিবারিক সূত্রে জানা গেছে পীর শহিদ উল্যাহ ওইদিন বিকেলে প্রচন্ড বুক ব্যথা অনুভব করলে হাসপাতালে নেয়ার পথে মারা যান। তার মৃত্যুতে আত্মীয় স্বজন, ভক্ত ও মুরীদানদের মাঝে শোকের ছায়া নেমে আসে। রোববার সকালে পশ্চিমগাঁও মিয়াপাড়া নিজ বাসভবনে প্রথম জানাযা এবং কালিয়াপুর দরবার শরীফে ২য় জানাযা শেষে মরহুম পীর মোল্লা কাজিম উদ্দিন (রঃ) কবরের পাশে তাকে চির নিদ্রায় শায়িত করা হবে।
