নাজমুল করিম ফারুক :—
কুমিল্লার তিতাসের শীর্ষ সন্ত্রাসী দু’টি হত্যাসহ ২৪টি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী হাসান আলীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার গৌরীপুর-হোমনা সড়কের জিয়ারকান্দি নামকস্থান থেকে মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাসান আলী উপজেলার শাহপুর গ্রামের আব্বাস আলীর ছেলে। সে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল।
তিতাস থানার এসআই শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গোপন সূত্রের ভিত্তিতে শুক্রবার দুপুরে গৌরীপুর-হোমনা সড়কের জিয়ারকান্দিতে মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে তাকে আটক করা হয়। শাহপুর গ্রামের আলোচিত হত্যাকাণ্ড আঃ করিম ও দেলোয়ার হোসেন দেলু হত্যা মামলার সে অন্যতম আসামী। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক দ্রব্যসহ প্রায় ২৪টি মামলার ওয়ারেন্ট রয়েছে। আটককৃত হাসান আলী তার মেয়ের জামাই হারুনকে দিয়ে এলাকায় মাদক বিক্রি করে বলে অভিযোগ রয়েছে।
