চৌদ্দগ্রামে সাংবাদিকদের উদ্যোগে রেলমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

মো: বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম :–
রেলপথমন্ত্রী ও চৌদ্দগ্রামের সংসদ সদস্য, চৌদ্দগ্রামের গণমানুষের জননন্দিত নেতা মুজিবুল হক মুজিবের সুস্থতা কামনায় অব্যাহত দোয়া ও মিলাদ মাহফিলের ধারাবাহিকতায় চৌদ্দগ্রাম উপজেলার ইলেক্ট্রট্রিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রুবার বাদ আছর চৌদ্দগ্রাম রেজিষ্ট্রি মসজিদে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, বর্ষীয়ান জননেতা শামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মমিনুর রহমান ফটিক, আওয়ামী লীগ নেতা জিএম মীর হোসেন মীরু, মাহবুবুর রহমান মোল্লা বাবলু, ইদ্রিস মিয়াজী। এসময় চৌদ্দগ্রামে কর্মরত বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মুনাজাতের মাধ্যমে দোয়া অনুষ্ঠান শেষ হয়।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...