দেবিদ্বার প্রতিনিধি :–
মোঃ শাহিন নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে দেবিদ্বার থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টায় দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এস.আই) মোঃ জাকির হোসেন’র নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে দেবিদ্বার আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা কলেজ সংলগ্ন একটি চা’ দোকান থেকে শাহিনকে গ্রেফতার করে। মোঃ শাহিন পৌর এলাকার বড় আলমপুর গ্রামের মোঃ বাচ্চু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে থানায় ও আদালতে মাদক, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, মোঃ শাহীন একার একজন চিহ্নীত মাদক সেবক ও মাদক ব্যবসায়ি। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি ও মাদক আইনে আদালতে চলমান রয়েছে।
