কুমিল্লা জেলা সিএনজি মালিক-চালক ঐক্য পরিষদের উদ্যোগে ৬ দফা দাবীতে জেলা ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন মহলে স্মারকলিপি

মো. জাকির হোসেন :–
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে চলাচলরত সিএনজি অটো রিক্সা মালিক-চালকদের সংগঠন কুমিল্লা জেলা সিএনজি মালিক-চালক ঐক্য পরিষদের উদ্যোগে হাইওয়ে রোডে সিএনজি অটো রিক্সা চলাচলসহ ৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন মহলে স্মারকলিপি প্রদান করেছেন পরিষদের নেতৃবৃন্দ।
কুমিল্লা জেলা সিএনজি মালিক-চালক ঐক্য পরিষদের সভাপতি মমতাজ উদ্দিন মজুমদারের নেতৃত্বে সিএনজি মালিক চালকরা ৬ দফা দাবী সম্বলিত স্মারকলিপি অতিরিক্ত জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, হাইওয়ে অতিরিক্ত পুলিশ সুপার (পূর্বাঞ্চল) এনামুল হক, জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কর্মকর্তা মো. আনোয়ার পারভেজের নিকট স্বারকলিপি প্রদান করেন। স্বারকলিপি প্রদানকালে সিএনজি মালিক চালকরা আগামী ৩ আগষ্টের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না করলে জীবিকার প্রয়োজনে ৫ আগষ্ট থেকে সমাবেশের মাধ্যমে বৃহত্তর কর্মসূচি দেওয়ার কথা ঘোষনা দেন। এসময় উপস্থিত ছিলেন সিএনজি মালিক-চালক ঐক্য পরিষদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি হাজী শাহ আলম, সহ সভাপতি মুজিবুর রহমান, সাধারন সম্পাদক কাজী মো. শাখাওয়াত হোসেন, সহ সাধারন সম্পাদক মিলন মিয়া, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক চারু মিয়া, দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম ভূইয়া, সদস্য মনির হোসেন, সেলিম মিয়া, দেলোয়ার হোসেন, আজাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। ৬ দফা দাবী সম্বলিত স্বারকলিপির মধ্যে উল্লেখ করা হয়, হাইওয়ে রোডের পাশ দিয়ে সিএনজি চলাচলের বিকল্প রাস্তা নির্মান, হাইওয়ে বাজারের পাশে সিএনজি রাখার জন্য লিখিতভাবে স্ট্যান্ড বরাদ্দ, শো রুম মালিকদের সিএনজি বিক্রি করার সময় রোড পারমিট ও বৈধ কাগজ পত্র তৈরি করা, জনসাধারণের সুবিধার্থে হাইওয়ে রোডে সিএনজি চলাচলের অনুমতি দেওয়ার দাবি, পুলিশ প্রশিক্ষণের মাধ্যমে ড্রাইভিং লাইলেন্স জরুরী ভিত্তিতে মালিক চালকদের প্রদানসহ আটককৃত সিএনজি হাইওয়ে থানা থেকে নি:শর্ত ছেড়ে দেওয়ার দাবী জানানো হয়।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...