তিতাসে আইসক্রীম ফ্যাক্টরী সিলগালা : বিভিন্ন যানবাহনকে জরিমানা

তিতাস প্রতিনিধি :–
কুমিল্লার তিতাসে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে একটি আইসক্রীম ফ্যাক্টরীকে সিলগালাসহ গৌরীপুর হোমনা সড়কে চলাচলকৃত বিভিন্ন যানবাহনের সঠিক কাগজপত্র না থাকায় জরিমানা আদায় করা হয়। আজ বৃহস্পতিবার উপজেলার সাগরফেনা ও গৌরীপুর-হোমনা সড়কে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মকিমা বেগম ও আরিফুল ইসলাম সরদার এই অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার উপজেলার সাগরফেনা গ্রামে অবস্থিত আইসক্রীম ফ্যাক্টরীতে অভিযান চালানোর সময় ফ্যাক্টরীতে থাকা লোকজন পালিয়ে যায়। ফ্যাক্টরীর ভেতরে থেকে মানবদেহের জন্য ক্ষতিকর আইসক্রীমে ব্যবহৃত নিষিদ্ধ ক্যামিকেল পাওয়া যায়, আইসক্রীমের সাথে মাংস ও অব্যবস্থাপনার জন্য এবং কোন লোক পাওয়া না যাওয়া ফ্যাক্টরীটি সিলগালা করা হয়। পরে গৌরীপুর-হোমনা সড়কে চলাচলাকৃত বিভিন্ন যানবাহন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১৫টি পরিবহনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...