চৌদ্দগ্রামে মাদ্রাসা শিক্ষক সমিতির উদ্যোগে রেলমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

মো: বেলাল হোসাইন,চৌদ্দগ্রাম :–
রেলপথ মন্ত্রী ও চৌদ্দগ্রামের গণমানুষের জননন্দিত নেতা মুজিবুল হক মুজিবের সুস্থতা কামনায় উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চৌদ্দগ্রাম নজুমিয়া ফাজিল মাদ্রাসা মাঠে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান পৃষ্টপোষক হিসাবে উপস্থিত ছিলেন মৌকারা দরবার শরীফের পীর ও জামেয়াতুস সালেকিনের আমীর আলহাজ্ব মাওলানা মোঃ নেছারউদ্দিন ওয়ালীউল্লাহী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান। মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আনোয়ার উল্লাহর সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪নং শ্রীপুার ইউনিয়নের চেয়ারম্যান শাহজালাল মজুমদার, উপজেলা যুবলীগ নেতা মাহবুবুর রহমান মোল্লা বাবলু, আওয়ামী লীগ নেতা মমিনুর রহমান ফটিক। সিংরাইশ মহিলা মাদ্রাসার অধ্যক্ষ আ.ন.ম মোখলেছুর রহমান নোমানের পরিচালনায় আয়োজিত উক্ত দোয়া অনুষ্ঠান ও মিলাদ মাহফিলে এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা মোশারফ হোসেন, চৌদ্দগ্রাম নজুমিয়া মাদ্রাসার অধ্যক্ষ একেএম শামছুদ্দিন, মুন্সিরহাট মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল কাদের আনসারী, যশপুর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, গুনবতী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাকারিয়া, সুফুয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শহিদুল্লাহ, মরকটা ইসলামীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম, কাশিনগর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আয়তুল্লাহ নুরী সাহেব, ভুলকরা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আলম ফারুকি প্রমুখ। দোয়া অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মাদ্রাসা শিক্ষক সমিতি ফাউন্ডেশক কর্তৃক আয়োজিত ২০১৪ সালের ৪র্থ ও ৭ম শ্রেণীতে বৃত্তিপ্রাপ্তদের মাঝে সম্মাননা সদন করেন।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...