মো. জাকির হোসেন :–
কুমিল্লার বুড়িচং থানা পুলিশ মঙ্গলার রাত থেকে উপজেলা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা, বিয়ার ও বিভিন্ন মামলাও ওয়ারেন্টভূক্ত ৫ আসামীকে গ্রেফতার করেছে।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার বড়ুয়া জানায়, মাদক ও চোরাচালন বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে মঙ্গলবার রাত থেকে বুড়িচং থানা পুলিশ উপজেলা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে এর মধ্যে বুড়িচং থানার এএসআই নন্দন চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্সসহ বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের খাড়াতইয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে খাড়াতাইয়া গাজীপুর গ্রামের আবদুল কাদেরে স্ত্রী তাহমিনা আক্তর প্রকাশ চম্পা (৩০)’কে ২ বোতল ভারতীয় ব্যাগপাইপার হুইস্কি ২ বোতল ফেনসিডিলসহ আটক করে। এদিকে উপজেলার ময়নামতি ইউনিয়নের ঘোষনগর এলাকায় বুড়িচং থানার এস আই ইমাম হোসেন অভিযান চালিয়ে ১৩ পিচ ইয়াবা সহ একই গ্রামের ফিরোজ মিয়ার পুত্র মোঃ সোহাগ’কে আটক করে। এদিকে এএসআই সঞ্জয় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ কোতয়ালী থানাধীন শিমপুর গ্রামের মোঃ হোসেনের ছেলে মোঃ শামীমকে আটক করে। এছাড়া বিজিবি ভারতীয় সিমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১ বোতল ফেন্সিডিল, ৫ বোতল ইস্কাপ ও ১ বোতল নাম্বার ওয়ানসহ খাড়াতইয়া নতুন বাজার এলাকার হযরত আলীর ছেলে আমির হোসেনকে গ্রেফতার করে। অন্যদিকে এস আই ইমাম ঘোষনগর এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার সন্দেহভাজন আসামী আবুল কাশেমের ছেলে মোঃ মামুনকে গ্রেফতার করে। মাদকসহ আটককৃত আসামীদের বিরুদ্ধে ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর ৩(ক)/২২(গ) ধারায় নিয়মিত মামলা রুজু করে সকল আসামীদের কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।
