চৌদ্দগ্রাম প্রতিনিধি:–
রাজধানীর হাতিরঝিলে লেকের পানিতে ডুবে আবু সুফিয়ান ভূঁইয়া রিয়াদ (২৭) নামে এক ডিপ্লোমা প্রকৌশলীর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রিয়াদ চৌদ্দগ্রাম উপজেলার পৌর এলাকার ফাল্গুনকরা গ্রামের আবু বকর ভূঁইয়ার একমাত্র ছেলে। নিহত রিয়াদ আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়
থেকে স্থাপত্য বিদ্যায় ডিপ্লোমা করেছেন এবং ইউনিভার্সিটির শাখা ছাত্রলীগের দায়িত্বে ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা ওই ব্যক্তিকে দক্ষিণ পাশের ব্রিজের নিচের লেকে ডুবে যেতে দেখেন। বিষয়টি নিরাপত্তা রক্ষীদের জানালে তা ভ্রুক্ষেপ করেনি। পরে ডুবে মৃত্যু হয়
রিয়াদের। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। রমনা থানার উপপরিদর্শক (এসআই) রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার বাদ মাগরিব নামাজের জানাজা শেষে তাকে মরহুমের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
