কুমিল্লায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি :–

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় অজ্ঞাত এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে কুমিল্লা-মাইজদী সড়কের দত্তপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

দুপুর দেড়টার দিকে মরদেহের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানায়, দত্তপুর এলাকায় অজ্ঞাত এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের হাতে দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, দূরে কোথাও তাকে হত্যার পর মরদেহ ওই স্থানে ফেলে রাখা হয়।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...