শামসুজ্জামান ডলার :–
মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে হাতি দিয়ে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। ছেংগারচর বাজারের কয়েকজন দোকানদার জানান, বুধবার বিকেলে ছেংগারচর বাজারে দু’টি হাতি দিয়ে বাজারের প্রত্যেক দোকানদারদের কাছ থেকে ১০ টাকা করে চাঁদা নিয়েছে। ৫ টাকা দিলে বা পুরাতন টাকা দিলে নেয়না। এভাবে বাজার থেকে প্রায় ৭/৮ হাজার টাকা চাঁদা আদায় করেছে। জানা যায়, গাউছিয়া থেকে আগত আব্দুল ও সবুজ নামের দুই ব্যক্তি বাজারের দোকান মালিকদের কাছ থেকে এ টাকা তুলে নেয়।
এ ব্যপারে ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির সভাপতি মোবারক হোসেন মুফতি, সধারণ সম্পাদক ইবনাল মঈন আহম্মেদ রিপন জানান, ছেংগারচর বাজারে প্রায় ৬শ’ দোকান আছে। এছাড়াও ফুটপাতে আরো এক দেড়শ দোকান রয়েছে। প্রত্যেক দোকান থেকে ১০ টাকা করে চাঁদা আদায় করে প্রায় ৭/৮ হাজার টাকা উঠে।
হাতির মালিক আব্দুল ও সবুজ জানান, আমরা হাতি দিয়ে জীবিকা নির্বাহ করাই আমাদের কাজ। আমরা সারা দেশে হাতি নিয়ে বাজার বাজার ঘুরে বেড়াই। দোকান মালিকরা আমাদের হাতি দেখে খুশি হয়ে যে টাকা দেয় তা দিয়ে হাতির ভরণ পোষণ করি ও আমাদের সংসার চালাই।