আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর :–
উপজেলায় শিক্ষা কার্যক্রম থেকে ১ম ও ২য় শ্রেনী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ,পাঠ আয়ত্ব করতে সহায়তা ও শিক্ষার মান উন্নয়নে সহায়তা প্রদানের লক্ষ্যে শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচীর আওতায় উপজেলার ২০টি শিক্ষা কেন্দ্রে কর্মরত সুপারভাইজার ও সেবিকাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ বুধবার নাসিরনগর আশার আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নাসিরনগর আশার আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে শিক্ষা সুপারভাইজার দেবাশীষ গোপের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক রির্সোস ইন্সট্যাক্টর মোঃ শাহজাহান ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক আকতার হোসেন ভূইয়া। সভায় স্বাগত বক্তব্য রাখেন, ব্রাঞ্চ ম্যানেজার মোঃ সাফিউদ্দিন। কর্মশালায় উপজেলার ২০টি শিক্ষা কেন্দ্রে কর্মরত সুপারভাইজার ও সেবিকারা অংশগ্রহন করেন।