রেলমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

মাে: বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম:–
রেলপথ মন্ত্রী ও চৌদ্দগ্রামের গণমানুষের জননন্দিত নেতা মুজিবুল হক মুজিবের হঠাৎ শারীরিক অসুস্থতা হৃদয়ে আঘাত করেছে উপজেলার লক্ষ লক্ষ মানুষের। প্রিয় এই নেতার অসুস্থতা চৌদ্দগ্রামবাসী কিছুতেই মেনে নিতে পারছে না। প্রিয়নেতার অসুস্থতার খবর শুনার পর থেকেই ধারাবাহিকভাবে সমগ্র চৌদ্দগ্রামের মসজিদ, মাদ্রাসা, স্কুলে এবং সামাজিক প্রতিষ্ঠানে চলছে মুজিবুল হকের জন্য দোয়া কামনার প্রতিযোগীতা। ধারাবাহিক এই দোয়া কামনার অংশ হিসাবে গত ২৯ জুলাই বুধবার বিকালে উপজেলার ৪নং শ্রীপুর ইউনিয়নের গোপালনগর মহিলা মাদ্রাসার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মুনাজাত পরিচালনা করেন জোলাই সিনিয়র মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুর রহমান দরবেশ হুজুর। দোয়া ও মিলাদ অনুষ্ঠানে বয়ান করেন ধনুসাড়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা সিদ্দিকুর রহমান। ৪নং শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজালাল মজুমদারের সভাপতিত্বে আয়োজিত উক্ত দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাষ্টার মোঃ জাহাঙ্গীর হোসেন, অভিভাবক সদস্য নাসির উদ্দিন ডিলার, হাফেজ আসলাম, আব্দুল মান্নান মজু:, মোখলেছুর রহমান, আব্দুস সামাদ মেম্বার, ৪নং শ্রীপুর ইউপি ছাত্রলীগ সভাপতি নুরুল আলম, মাষ্টার নুরুল আমিন, অহিদ উল্লাহ মজু, শরাবত আলী মুহুরী প্রমুখ।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...