আলমঙ্গীর হোসেন :–
দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বুধবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে দাউদকান্দি অফিসার্স ক্লাব বদলী জনিত বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুজ্জামান, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু ছালাম মিয়া, দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জুবায়দুল আলম, দাউদকান্দি প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন হাজারী, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, তিতাস প্রেসক্লাব সভাপতি মোঃ ওমর ফারুক মিয়াজী প্রমূখ। এদিকে বিকালে দাউদকান্দি প্রেসক্লাবের পক্ষ থেকে এসিল্যান্ড মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লাকে বদলী জনিত বিদায়ী শুভেচ্ছা জানানো হয়।
