আকবর হোসেন, মনোহরগঞ্জ প্রতিনিধি:–
“সাগর নদী সকল জলে মাছ চাষে সোনা ফলে” এ স্লোগানে বুধবার জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৫ এর দ্বিতীয় দিনে মনোহরগঞ্জ উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত মৎস্য খাদ্যে ভেজাল বিরোধী অভিযান ও মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে মনোহরগঞ্জের বিভিন্ন হাট বাজার, জলাশয় ও ডাকাতিয়া নদীতে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা উম্মূল ফারা বেগম তাজকিরা’র নেতৃত্বে ও মনোহরগঞ্জ থানার এসআই মো: ইদ্রিস সহ সঙ্গীয় ফোর্স এবং উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম সহ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের উদ্দেশ্য হলো মৎস্য খাদ্যে ভেজাল রোধ ও মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন। মনোহরগঞ্জ বাজার থেকে মৎস্য খাদ্য পরীক্ষণ শেষে বাজার পরিদর্শন করা হয়। পরবর্তীতে ডাকাতিয়া নদী ও ঘাগরিয়া খাল থেকে মনির হোসেন, আবদুর রব, আবদুল খালেক সহ আরো অনেকের বেহাল জাল বাজেয়াপ্ত করা হয়। সাধারণ জনগণ এই ধরনের অভিযানকে সাধুবাদ জানিয়েছে। জনগণের দাবী যেন এই ধরনের অভিযান অব্যাহত রাখা হয়। মনোহরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা উম্মূল ফারা বেগম তাজকিরা আরো জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।