চৌদ্দগ্রামে কমিউনিটি পুলিশিং এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো: বেলাল হোসাইন :–
চৌদ্দগ্রামে মঙ্গলবার বিকালে কমিউনিটি পুলিশিং এর আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। পুলিশই জনতা, জনতাই পুলিশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলার বাতিসা ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব। বাতিসা ইউনিয়ন পরিষদের সভাপতিত্বে আয়োজিত উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শামছুদ্দিন আহমেদ সেলিম, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, চৌদ্দগ্রাম উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী, কনকাপৈত ইউনিয়নের চেয়ারম্যান বেলাল হোসেন(শান্ত), আওয়ামী লীগ নেতা জি.এম. মীর হোসেন মীরু। অনুষ্ঠানে বক্তারা মাদক এবং ইভটিজিং প্রতিরোধে এলাকাবাসীর সহযোগীতা কামনা করে বক্তব্য রাখেন। পাশাপাশি এসব অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক প্রতিরোধের বিষয়েও গুরুত্ব আরোপ করেন। এ সময় বাতিসা ইউনিয়নের বিভিন্ন গ্রামের সামাজিক লোকজন উপস্থিত ছিলেন।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...