আমতলীতে সিএনজি অটো রিক্সা মালিক-চালকদের সাথে পুলিশের মতবিনিমিয়

মো: জাকির হোসেন :–
মঙ্গলবার দুপুরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার উত্তর দুর্গাপুর ইউনিয়নের আমতলী কেন্দ্রীয় শাহী জামে মসজিদ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে চলাচলরত সিএনজি চালিত অটো রিক্সা মালিক-চালকদের সাথে হাইওয়ে পুলিশ কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন অঞ্চলের প্রায় দু শতাধিক সিএনজি অটো রিক্সা মালিক-চালকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় অটো রিক্সা মালিক-চালকরা জানান, মহাসড়কে চলাচলরত সিএনজি অটো রিক্সা চলাচলের ওপর অনেক পরিবারের সংসার চলে। সরকার আগামী ১ আগষ্ট মহাসড়কে সিএনজি চালিত অটো রিক্সা চলাচল বন্ধের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে বিকল্প কোন ব্যবস্থা না থাকায় অনেক সিএনজি অটো রিক্সা মালিক-চালককে বেকার হয়ে পথে বসে থাকতে হবে। সিএনজি চলাচল বন্ধ থাকলে পরিবার পরিজন নিয়ে না খেয়ে জীবন কাটাতে হবে। বক্তারা আরো বলেন, সরকার যেন বিকল্প কোন পথ তৈরি করে জীবিকা নির্বাহের সুযোগ করে দেওয়া হয়। এসময় সরকারের কাছে বেশ কিছু দাবি তুলে ধরেন সিএনজি মালিক-চালকরা। সভায় প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশ (পূর্বাঞ্চল) অতিরিক্ত পুলিশ সুপার এনামুল হক, সহকারী পুলিশ সুপার সোলায়মান, ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আউয়াল হোসেন। এসময় সিএনজি অটো রিক্সা মালিক-চালকদের মধ্যে উপস্থিত ছিলেন মমতাজ উদ্দিন মজুমদার, হাজী শাহ আলম, কাজী শাখাওয়াত, শহীদুল ইসলাম ভূইয়া, আব্দুর রহিম, আনোয়ার হোসেন, বাবুল মেম্বার, চারু মিয়া, দেলোয়ার হোসেন, আমির হোসেন, আজাদ হোসেন ভূইয়া, মো. সোহেল, মিলন প্রমুখ।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...