বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:–
মঙ্গলবার দুপুরে কুমিল্লার বুড়িচং থানা কমিউনিটি পুলিশের উদ্যোগে ইভটিজিং মাদক, জুয়া, চোরাকারবারী, ও বাল্য বিবাহ প্রতিরোধে উপজেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষদের সাথে ওপেন হাউস ডে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার বড়–য়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম নাজিম উদ্দিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু সালেক মোঃ সেলিম রেজা সৌরভ। আরো বক্তব্য রাখেন ইস্টান মেডিকেল কলেজ এন্ড হসপিটালের ইডি মোঃ জাহাঙ্গীর ভূইয়া, কালিকাপুর আবদুল মতিন খসরু ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ মফিজুল ইসলাম, পারুয়ারা আবদুল মতিন খসরু কলেজের অধ্যক্ষ মোঃ আবু ইউসুফ ভূইয়া, এরশাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর হোসেন, পীরযাত্রাপুর জোবেদা খাতুন কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান ভূইয়া, ফকির বাজার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শাহজালাল, শংকুচাইল কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, ময়নামতি স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ রফিকুল আলম, ইস্টান মেডিকেল কলেজ এন্ড হসপিটালের গনসংযোগ কর্মকর্তা গাজী মোঃ রেজাউল করিম মেজবাহ সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও অধ্যক্ষদের আখ্যায়িত করে দেশ ও জাতির বৃহৎ স্বার্থে উপজেলার সার্বিক উন্নয়নে মাদক, জুয়া, চোরাকারবারী, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে উপজেলার সকল অধ্যক্ষ ও শিক্ষকদের এগিয়ে আসার আহবান জানান এবং কোথাও কোন অপ্রীতিকর ঘটনা সংঘটিত হলে সাথে সাথে পুলিশকে খবর দিয়ে আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়নের আহবান জানান।
