আকবর হোসেন, মনোহরগঞ্জ প্রতিনিধি:–
মনোহরগঞ্জে হাসনাবাদ ওয়ার্ড আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারের বিদ্যুৎ , জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ তাজুল ইসলামের হাতকে শক্তিশালী করার জন্য সম্প্রতি হাসনাবাদ ওয়ার্ড আওয়ামীলীগের মতবিনিময় সভায় বিশিষ্ট আওয়ামীলীগ নেতা লায়ন গাজী গোলাম সারওয়ারের হাতে ফুল দিয়ে হাসনাবাদ ওয়ার্ড থেকে ২০-২৫ জন নেতাকর্মী বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদান করেন। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট আওয়ামীলীগ নেতা আবুল কালাম, আওয়ামীলীগ নেতা ও হাসনাবাদ ওয়ার্ড মেম্বার শাহ্ আলম, হাসনাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক খোরশেদ আলম বাবুল, হাসনাবাদ ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল সহ হাসনাবাদ ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
