মো. হাবিবুর রহমান :—
সারা দেশের মতো কুমিল্লার মুরাদনগরেও মঙ্গলবার উৎসবমূখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে একটি বনার্ঢ্য শোভাযাত্রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনসুর উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেনের নেতৃত্বে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত শেষে কবি নজরুল মিলনায়তনে এক আলোচনা সভা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনসুর উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেবিএম জাকির হোসেন। উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোজাম্মেল হকের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী দত্ত, প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, পাহাড়পুর হাজী মৎস্য খামারের সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ মাঝি ও মৎস্য চাষী জাহাঙ্গীর আলম প্রমুখ। আলোচনা শেষে সফল মৎস্য চাষীদের সনদপত্রসহ পুরস্কার বিতরণ করা হয়।
