মোঃ বেলাল হোসাইন :–
চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মৎস্য সপ্তাহ ২০১৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যালি চৌদ্দগ্রাম উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মৎস্য- ২০১৫ উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চৌদ্দগাম পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান। চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার দেবময় দেওয়ানের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম, চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) মাহফুজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আমজাদ হোসেন, মৎস্য কর্মকর্তা সরোয়ার জাহাঙ্গীর, যুবলীগ নেতা ফারুক মজুমদার, বদিউল আলম পাটোয়ারী প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে সফল মৎস্যচাষীদের মধ্য থেকে ০৫ জনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। ক্রেষ্টপ্রাপ্তরা হলো: মনোসেক্স তেলাপিয়া চাষে মোতাহের হোসেন ঝুমন, দেশীয় মাছের পোনা উৎপাদনে আবিদুর রহমান রিয়াদ, কার্প ও মিশ্র চাষে অবদানের জন্য মোঃ আব্দুল করিম, গলদা চিংড়ি চাষে এইচ এম হানিফ এবং গুনগতমানের পোনা উৎপাদনে অবদান রাখার জন্য রেয়ানুল কবির রিপন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মৎস্য সম্পাহ উৎযাপনের র্যালি বের করেন এবং র্যালি শেষে উপজেলা অফিস সংলগ্ন পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন।
