দেবিদ্বার প্রতিনিধি :–
দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের ফুলতলী গ্রামে রোববার রাতে ডাকাতি করতে গিয়ে জনতার হাতে আটক হয় আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য মোঃ এরশাদ হোসেন (৩৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার এলাহাবাদ ইউনিয়নের ফুলতলী গ্রামের বিল্লাল হোসেনের বাড়ির নিকটে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য মোঃ এরশাদ হোসেনকে আটক করা হয়। ওই সময় ডাকাতদের ছুরির আঘাতে আহত হয়েছেন বাড়ির মালিক বিল্লাল হোসেন। সোমবার সকালে ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের মাধ্যমে আটক ডাকাতকে থানা পুলিশের হাতে সোফর্দ করা হয়। আটক ডাকাত এরশাদ হোসেন জেলার বুড়িচং উপজেলা কংশনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি মোঃ মিজানুর রহমান জানান, ডাকাতির প্রস্তুতিকালে এক ডাকাতকে জনতা আটক করেন। সে ডাকাতির মামলায় ৬ বছর জেল খেটে একমাস পূর্বে জামিনে এসে আবারো ডাকাতি করার উদেশ্যে সংঘঠিত হয়েছিল। তার বিরুদ্ধে থানায় মামলা নেওয়া হচ্ছে।
