তৃনমূল থেকে খেলোয়াড় তৈরী করার জন্যই বর্তমান সরকারের এই প্রচেষ্টা—– মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

শামসুজ্জামান ডলার :–
বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি বলেছেন, একজন খেলোয়াড় একটি দেশের মর্যাদা ও সুনাম বয়ে আনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুটবল খেলার উন্নয়নের জন্য প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল খেলা চালু করেছেন। এতে করে প্রাথমিক পর্যায় থেকে ফুটবল খেলোয়াড়রা দিন দিন উন্নতি লাভ করে জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করে। এখান থেকেই এক সময়ে আন্তর্জাতিক পর্যায়েও খেলায় অংশ গ্রহণের সুযোগ পাবে। আর সে জন্যই তৃনমূল থেকে খেলোয়ার তৈরী করার জন্যই বর্তমান সরকারের এই প্রচেষ্টা।
মতলব উত্তর উপজেলার মোহনপুর আলী আহম্মদ মিয়া বহুমূখী মহাবিদ্যালয় মাঠে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, এ উপজেলার অনেক খেলোয়াররা ইতোমধ্যে জাতীয় পার্যায় খেলার সুযোগ পেয়েছে। খেলাধুলা দেহ মন সুন্দর রাখে। মাদক থেকে দুরে রাখতে যুব সমাজকে খেলাধুলার মাঝে ব্যস্ত রাখতে হবে। খেলোয়ারদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যেতে হবে।
খেলায় মেয়েদের দলে উপজেলার মান্দারতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে ষাটনল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া ছেলেদের দলে নাছিরারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে দক্ষিণ ব্যাসদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ত্রাণ মন্ত্রীর সহধর্মিনী পারভীন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু আলী মো. সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান মনজুর আহমদ মঞ্জু, ইউএনও ফারহানা ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. রুহুল আমিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা আক্তার, সাবেক ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী গাজি, মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, মতলব উত্তর থানার ওসি সৈয়দ মাহবুবুর রহমান, মতলব দক্ষিণ থানার ওসি মো. কবির হোসেন, মতলব উত্তর উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) কবির হোসেন, মতলব দক্ষিণ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিএইচ কবির আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক, উপজেলা চেয়ারম্যান কল্যাণ সমিতির সভাপতি ও মোহনপুর ইউনিয়ন পরিষদের স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল হক চৌধুরী বাবুল, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম লস্কর, শহীদ উল্যাহ প্রধান, সাংগঠনিক সম্পাদক এইচএম জাহাঙ্গীর আলম, গাজী ইলিয়াছুর রহমান, ইউপি চেয়ারম্যান হাজী মোসাদ্দেক হোসেন মুরাদ, একেএম শরীফ উল্যাহ সরকার, দেলোয়ার হোসেন দানেশ, গোলাম কাদির মোল্লা, নূর মোহাম্মদ, আজমল হোসেন চৌধুরী, সাজেদুল হাসান বাবু বাতেন, লিয়াকত আলী, নান্নু মিয়া, আলী আক্কাছ বাদল, ছেংগারচর পৌর আ’লীগের প্রবীণ নেতা হাজী অলিউল্যাহ সরকার, ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন বেপারী, সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, উপজলো যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম ডাবলু, সদস্য সচিব এ্যাড. আক্তারুজ্জামান, ছাত্রলীগের আহ্বায়ক মিনহাজ উদ্দিন খান, যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ, পৌর ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম বাবু, ছাত্রলীগ নেতা আল-আমিন সরকার বিজয়, আমিনুল ইসলামসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক- সহকারী শিক্ষক, আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী এবং ফুটবল প্রেমি দর্শক।
এর পূর্বে ৩৯ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মাঝে হুইল চেয়ার, চশমা ও হেয়ার মেশিন বিতরণ করা হয়।

Check Also

করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত

বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...