মতলব উত্তরে অটোরিক্সা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে চালকের মৃত্যু

ষ্টাফ রিপোর্টার :–
মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের পূর্ব হানিরপাড় গ্রামে অটোরিক্সা চার্জ দেয়ার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে চালকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে পূর্ব হানিরপাড় গ্রামের মোফাজ্জল হোসেন বেপারীর বাড়িতে এ ঘটনা ঘটে। উপজেলা উত্তর গাজীপুর গ্রামের শামসুল হকের ছেলে জালাল হোসেন (২১) অটোরিক্সা চার্জ দেয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। সাথে সাথে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গতকাল সকালে নিহতের বাবা শামসুল হক মতলব উত্তর থানাকে অবহিত করে লাশ দাফন করে।

Check Also

যে কোনো আন্দোলন-সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে : বিএনপি

চাঁদপুর প্রতিনিধি :– চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাধারণ সভায় বক্তারা বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম ...