দেবিদ্বার প্রতিনিধি :–
কুমিল্লার বৃহত্তর উপজেলা দেবিদ্বারের ৫টি ইউনিয়ন নিয়ে ‘দক্ষিণ দেবিদ্বার সুলতানপুর শিল্পাঞ্চল থানা’ বাস্তবায়ন সহ ৬ দফা দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রোববার দুপুরে দেবিদ্বার উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আতাপুর-নূরীতলা বাজার এলাকায় ওই মানববন্ধন করে তারা।
‘দক্ষিণ দেবিদ্বার সুলতানপুর থানা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ’ এ মানববন্ধনের আয়োজন করেন। তারা আগামী ১৬ অগাষ্ট রাজধানীর জাতীয় প্রেস ক্লাব এর সামনে মানববন্ধনসহ স্বরাষ্ট্র, যোগাযোগ এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে পৃথক পৃথক স্মারকলিপি দিবেন বলে জানা যায়।
মানববন্ধনে বক্তব্য রাখেন থানা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের উপদেষ্টা মোখলেছুর রহমান, সভাপতি মমতাজ উদ্দিন মজুমদার, সাধারণ সম্পাদক মো. হানিফ খান, সহ-সভাপতি সফিকুল ইসলাম মেম্বার, দপ্তর সম্পাদক ডা. রঞ্জিত কুমার শর্মা, প্রচার সম্পাদক যাবেদ আলম, দেওয়ান রাসেল, আবুল বাসার, গোলাম নবী প্রমুখ। এসময় এলাকার প্রায় সহস্রাধীক মানুষ মানবন্ধনে অংশে নেন।
