চাঁদপুর প্রতিনিধি :–
চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের ফকিরবাজার ঘনিয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে পড়ায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার বিকেল ৫টার দিকে অতিরিক্ত মালবাহী একটি ট্রাক পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানান, ব্রিজটি দেবে যাওয়ার পর থেকে দুই পাশে অনেক গাড়ি লাইনে রয়েছে। হঠাৎ এ ধরনের দুর্ঘটনায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নুল আবেদীন জানান, ব্রিজের প্যানেল ভেঙে যাওয়ার কারণে ঝুঁকি নিয়ে কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। আমরা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে ঘটনাটি জানিয়েছি। তারা মেরামতের ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।
চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহেদ হোসেন জানান, অতিরিক্ত মালবাহী ট্রাক পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। দ্রুত ব্রিজটির মেরামত কাজ শেষ করবো। বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। এদিকে, এ সড়ক দিয়ে ঢাকা, সিলেট, নরসিংদি, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুরসহ বিভিন্ন জেলা থেকে লক্ষ্মীপুর, নোয়াখালী অভিমুখে প্রতিদিন শত শত যানবাহন যাতায়াত করে।