আলমগীর হোসেন,দাউদকান্দি :–
দাউদকান্দিতে সিএনজি অটোরিক্সা উল্টে ১ জন নিহত এবং ৫ জন আহত হয়েছে।
আজ শনিবার দুপুরে দাউদকান্দি উপজেলার গৌরীপুর-মতলব সড়কের নৈইয়ার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজি অটোরিক্সা রাস্তার উপর উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলে রিয়াদ (১৭) নামের ১ জন নিহত এবং ৫ জন আহত হয়। নিহত মোঃ রিয়াদ (১৭) চাঁদপুর জেলার মতলব দক্ষিন উপজেলার মনিগাঁও গ্রামের শাহ আলমের পুত্র। আহতদের গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। লাশ দাউদকান্দি মডেল থানা পুলিশ হেফাজতে।
