আকবর হোসেন, মনোহরগঞ্জ প্রতিনিধি:–
বৃহস্পতিবার কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নের জাওড়া গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো: হোসেন (৪০) কে ৪০পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে মনোহরগঞ্জ থানা পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিপুলাসার ইউনিয়নের জাওড়া গ্রামে গতকাল বিকেলে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো: হোসেনকে গ্রেফতার করেন। সে জাওড়া গ্রামের মমতাজ উদ্দিনের পুত্র । মনোহরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, এএসআই আনোয়ারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ঐ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল (আজ) তাকে জেল হাজতে প্রেরণ করা হবে। তিনি আরো জানান মনোহরগঞ্জে মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত আছে। মাদকের সাথে জড়িতদেরকে ধরতে পারলে আইনের মাধ্যমে শাস্তি প্রদান করা হবে। তাই এই অভিযান নির্মূল করার জন্য সকল প্রক্রিয়া অব্যাহত থাকবে।
