কুমিল্লা প্রতিনিধি:–
কুমিল্লার চকবাজার তেরীপট্টি সাধারণ ব্যবসায়ী বন্ধু সমিতির উদ্যোগে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান মঙ্গলবার সন্ধ্যায় চকবাজার রোটারী ক্লাব অব গোমতী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। চকবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলী আশরাফের সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জিত রায় চৌধুরীর পরিচালনায় মনোরম এক অনুষ্ঠানে উপস্থিত সকলকে ঈদ মোবারক শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সমিতির সভাপতি জসিম উদ্দিন,সাধারণ সম্পাদক সজল সাহা,সজিব চৌধুরী,অতিথি দৈনিক বাংলার আলোড়ন প্রধান সম্পাদক রফিকুল ইসলাম,সিটিভি নিউজ অনলাইনের সম্পাদক ওমর ফারুকী তাপস,ব্যবসায়ী মোঃ শাহজাহান,ব্যবসায়ী পরিমল সাহা,ব্যবসায়ী ও রোটারিয়ান প্রদীপ সাহা, রঞ্জিত কুমার সাহা, সুবাস চন্দ্র সাহা,ব্যবসায়ী মাহবুবুর রহমান ভান্ডারী,আবদুর রাজ্জাকসহ আরো অনেকে। পরে এই প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
