আলমগীর হোসেন,দাউদকান্দি :–
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসষ্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন যানবাহনে জরিমানা আদায় করেছে। আজ মঙ্গলবার দুপুরে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্্েরস্ট মুহাম্মদ আসাদুজ্জামান এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। গৌরীপুরে রাস্তার দুপাশে অবৈধ্য ভাবে যানবাহন পাকিং, নম্বর বিহীন সিএনজি অটোরিক্্রা ও যাত্রীবাহী বাসের ভিতর ও ছাদে অতিরিক্ত যাত্রী বহন করার দায়ে তাদের জরিমানা করা হয়। এছাড়াও মহাসড়কের পাশ ঘেষে গৌরীপুর বাসস্ট্যান্ডে নির্মাণ করা বড়ই পাতা রেস্তোরাকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করে দ্রুত রাস্তার পাশ থেকে দোকান সড়িয়ে নিতে নির্দেশ প্রদান করা হয়। এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সড়কের পাশ ঘেষা সকল স্থাপনা সড়িয়ে দেয়। ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার এনাম আহমেদ, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু ছালাম মিয়া, দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জুবায়দুল আলম প্রমূখ।
