আকতার হোসেন ভুইয়া নাসিরনগর:–
ঈদ মানেই আনন্দ। ঈদ-ফিতরের আর মাত্র কয়েক দিন বাকি। তাই আনন্দের দিনে বর্ণিল সাজে সাজতে পছন্দের পোশাক নিতে শেষ মুর্হূতে ক্রেতারা ভিড় করছেন নাসিরনগর উপজেলা সদর, ফান্দাউক,চাতলপাড়,হরিনবেড়সহ বিভিন্ন হাট-বাজারের বিপণি বিতান গুলোতে। বিক্রেতারাও নতুন ডিজাইনের মনকাড়া পোশাকের পসরা সাজিয়েছে। উপজেলার কয়েকটি বাজারের বিপণি বিতান সরেজমিনে ঘুরে দেখা গেছে, ঈদের আমেজ। বাজারের কাপড় ও প্রসাধনী দোকানে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। তবে পুরুষ ক্রেতার তুলনায় মহিলা ও শিশু ক্রেতার ভিড় সবচেয়ে বেশী। মেয়েদের বিভিন্ন পোশাকের মধ্যে এ বছর এ উপজেলায় কিরণমালা ব্র্যান্ডের ড্রেস বিক্রি হচ্ছে বেশী। সাজসজ্জায় মহিলাদের পছন্দের তালিকায় রয়েছে কসমেটিক জাতীয় প্রসাধনী ,শাড়ী ,থ্রিপিস ও সালোয়ার কামিজ। শিশুদের পরনের জন্য নানা বাহারি রঙের পোশাক বিক্রি হচ্ছে। পাশাপাশি আসন্ন ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে দর্জি পাড়ার কারিগররা। ক্রেতারা জানায়, তুলনামূলকভাবে শিশুদের পোশাকের দাম বেশী রাখছে দোকানীরা। ঈদ যতই ঘনিয়ে আসছে উপজেলার বিভিন্ন হাট-বাজারের দোকানগুলোতেও ক্রেতাদের ভিড় দিন দিন বাড়ছে।