মো. জাকির হোসেন :–
কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ভরাসার ট্রাস্ট মডেল স্কুল এন্ড কলেজের উদ্যোগে গতকাল সকালে স্কুল মিলনায়তনে এলাকার হত দরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ট্রাস্ট মডেল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক, ফ্লোরা লিঃ এর জি.এম (ফাইন্যান্স) ও সেক্রেটারী জহিরুল কাইউম এফসিএ। বিশেষ অতিথি ছিলেন ভরাসার সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নূরুল ইসলাম বাচ্চু, খারাতাইয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নূরুল ইসলাম মাষ্টার, শিক্ষানুরাগী ফরিদ উদ্দিন, ভরাসার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মফিজুল ইসলাম, রবিউল আলম মেম্বার, কম্পিউটার স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোস্তফা কামাল, আঃ মতিন, আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন ভবানীপুর মসজিদের ইমাম। সভা শেষে অতিথিবৃন্দ ঈদ সামগ্রী বিতরণ করেন।
