ষ্টাফ রিপোর্টার :–
কোল্লাপাথর শহীদ স্মৃতি পর্যটন কেন্দ্র বাস্তবায়ন পরিষদের উদ্যোগে ৭১ এর বীর শহীদদের স্মরণে ইফ্তার ও দোয়া মাহ্ফিল ১২ জুলাই কুমিল্লা মহানগরে ছাতিপট্টি খাঁন ম্যানশন তৃতীয় তলায় অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিল অনুষ্ঠানে পরিষদের আহবায়ক মোঃ আজাদ সরকার লিটনের সভাপতিত্বে আলোচনা সভা ও ইফ্তার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা জেলার ডেপুটি কমান্ডার গিয়াস উদ্দিন খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন মনির। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী এডভোকেট আনোয়ার হোসেন। কবি ফখরুল হুদা হেলাল। কুমিল্লা সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি বদরুল হুদা জেনু। যুগ্ন পরিচালক, বিএডিসি ইকবাল হোসেন (পনি) বজ্রপুর সমিতির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বোরহান,সাংবাদিক- অশোক কুমার বড়–য়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সদস্য সাহাদাৎ হোসেন আজাদ। আরও বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহআলম (শফি)। অনুষ্ঠানের মোনাজাত পরিচালনা করেন দারোগা বাড়ী জামে মসজিদের খতিব মাওলানা ইয়াছিন নূরী। অনুষ্ঠান পরিচালনা করেন পরিষদের সদস্য আনোয়ার হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন- নজরুল ইসলাম, আবু তাহের, আনোয়ার হোসেন রাসেল, আহমেদ ডাঃ মোঃ খাইরুল ইসলাম সুমন, মোঃ কবীর হোসেন আবু বকর মজুমদার, আনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন মজুমদার, আবুল বাশার, প্রহল্লাদ পাল ও পরিষদের আরও অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
