দেবিদ্বার প্রতিনিধিঃ—
দেবিদ্বারে উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষনা করা হয়েছে। গত ৭ জুলাই কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ মোছলে উদ্দিন ও সদস্য সচিব ডা. আহসানুল আলম সরকার (কিশোর) স্বাক্ষরীত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধমে এ তথ্য জানানো হয়েছে। ওই কমিটিতে মোঃ শহীদুল্লা খাজাকে আহবায়ক ও মোঃ সাহাদাৎ হোসেন মিঠুকে সদস্য সচিব করে ৮ সদস্য বিশিষ্ট উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন প্রস্তুতি কমিটি করা হয়। কমিটির অন্যান সদস্যরা হলো- মোঃ আব্দুল মান্নান মোল্লা (জিএস), মোঃ আল কাইয়ুম, মোঃ মিজানুর রহমান, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ আনোয়ার খান পারভেজ ও মোঃ নুরুল আমীন। উল্লেখ্য যে চলতি মাসের শেষ দিকে দেবিদ্বারে উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হবে বলে একটি সূত্র জানিয়েছে।
